Fb caption in bengali, sad bengali caption, love bengali caption

Fb caption bengali তে খুজছেন? Fb এর জন্য bengali caption এর ঝুড়ি সাজিয়ে নিয়ে বসেছি আমারা। প্রিয়জনের জন্য love bengali caption, দুঃখে আছেন আপনার জন্য sad bengali caption এই ব্লগ পোস্টে শেয়ার করা হলো।

Fb caption in bengali

বর্তমানে Facebook  নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। Facebook এ মানুষ এখন সারা দিন ব্যাস্ত ভিডিও দেখতে ও পেজের পোষ্ট শেয়ার করতে। Facebook আর আগের মতো নেই, এখন কেউ আর ছবি তে লাইক, কমেন্ট করে না, তার সারা দিন ব্যাস্ত ভিডিও দেখতে ও পেজের পোষ্ট শেয়ার করতে। মানুষ এখনও  লাইক, কমেন্ট করে যদি আপনার পোস্ট ভালো হয়। তাই যখন কোনো ছবি শেয়ার করবেন  তখন Fb জন্য সুন্দর সুন্দর bengali caption দিন।


Love bengali caption 

ভালোবাসার মানুষটিকে আপনার ভালোবাসা ব্যক্ত করতে চান, আপনার কাছে ভালোবাসা ব্যক্ত করার মতো ভাষা নেই, চিন্তা করবেন না আমরা অনেক গুলি love bengali caption আপনার সাথে শেয়ার করলাম এবার আপনি নিশ্চিন্তে আপনার মনের কথা ব্যক্ত করেই ফেলুন । 

প্রথম দেখায় ভালোলাগার চেয়েও , দেখতে দেখতে ভালোলাগা অনেক বেশি চিরস্থায়ী।

এ দু' চোখ বড্ডো ক্লান্ত, দুমুঠো ঘুম খোঁজে, তোমার স্বপ্নের নেশা কিছুটা তৃষ্ণা মেটাতে পারে।

মেঘের মাঝে হিমের পরশ তুমি সারাবেলা, তুমি আমার কাকডাকা ভোর, সকাল, দুপুর, নিত্য সাঁঝবেলা ।

ঘুম ঘোরে চুপিসারে আজ হোক তোমার অভিসার, নিঝুম নিশিরাত কাটে না যে আর!

তোমার দেশে না হয় হলাম নিছক অর্বাচীন সত্য প্রেমের স্নিগ্ধ সুদে মেটাবো তোমার ঋণ।

শুধু আর একটিবার দেখা হোক,আলতো ঠোঁটে ছুঁয়ে দিবো তোর দুই চোখ।

 স্মৃতির অন্তরালে লুকিয়ে থাকে কিছু ভুলে যাওয়া নাম,অভিমানী মন তার বুঝলে নাকো দাম।

বুঝলে প্রিয়! ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে সবসময় প্রমান করতে হবে, রবিঠাকুরের শেষের কবিতার মতো, যা শুধু উপলদ্ধি করতে হয়!!

জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষটার বেশি প্রয়োজন।

সুখ, তুমি সোনার কাজল কালো চোখে থেকো, আমি তোমার দ্বারে উষ্ণতা খুঁজতে আসবো ।

শুধু ভালোবাসালেই ভালোবাসা থাকে না, তাকে আগলে রাখতেও জানতে হয়।

যদি পরের জন্ম বলে কিছু হয়, তবে আমি আবার সেই জন্মেও তোমাকেই চাই।

মেয়েদের ভালোবাসা হছে বট গাছের মত, তুমি যত যত্ন নিবেন ততই সে ডালপালা বাড়িয়ে, তোমার প্রতি নিজেকে মেলে ধরবে।

গানের সুরেই আছো তুমি আছো তার প্রতিটা লয়ে, তোমায় নিয়ে তাই সুর বাঁধি বৃস্টি মুখর এই একলা দিনে।

গানের সুরেই আছো তুমি,আমার শিহরনের মাত্রা তুমি,গভীর রাতের তারা তুমি,ভালোলাগা-ভালোবাসর শেষ ঠিকানা তুমি ।।

জীবনটা শুন্য মরুভূমি,তবু জীবন জুড়ে তুমি ।।

আমিতো জানি এই শহরে… কেন এত নিম্নচাপ ? ঝাঁপসা কাচে লিখছে আঙ্গুল প্রেমে পড়ার প্রথম ধাপ।

আবেগঘন মুহূর্তেরা যখন বন্দি মনের খাচায়, তখন মনের আকাশে মেঘাবৃত বৃষ্টি সারাক্ষণ ।।

ঘন কুয়াশা জমেছে ফুলের প্রাঙ্গণে শীতের সকাল শুরু হোক তোমার চুম্বনে।।

তুমি বরং বন্য হইও,আমি ভালোবাসা দিয়ে কবিতার মতো সাজিয়ে নিবো ।।

শুধু একটু সময় আর ভালোবাসা দিয়ে আগলে রেখো তাহলেই হবে ! 🤗❤️🌸 

তারপর হঠাৎ একদিন আমরা দু'জনেই  এক ঠিকানায় বাড়ি ফিরবো!🌸 

‘অভিমান’ ব্যাপারটা বড্ড অস্বস্তিকর লাগে,কিন্তু অভিমান শেষে ভালোবাসাটা বেশ ভালো লাগে♡✿

 তার কপালে চুমু খাবার ইচ্ছে কখনো তোমার মনে না জাগে, তবে তুমি  প্রেমিক হিসেবে ব্যর্থ ! ❤

আমাকে পেলে যে আর দ্বিতীয় কারোর কথা ভাববে না, তার প্রতি আমার আকাশ সমান ভালোবাসা জন্মাক 🖤
নারী কখনো তার প্রিয় পুরুষের সাথে, অন্য কোনো নারী কে সহ্য করতে পারে না!🙂🌸

তুমি যে ভালোবাসা পেয়ে অবহেলা করো! আমি সেই ভালোবাসা পেলে শত বছর আগলে রাখতাম😌🌸 

তোকে চাওয়া পাওয়া‌ নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না।। 🌸🥰🥀 

শরীর যতই সুন্দর হোক না কেন...🤗👀☘️

দিন শেষে প্রতিটা পুরুষই মাথা রাখার জন্য একটা হৃদয় খোঁজে...!!😌❤️🌍💫 

নেশা শুধু নিকোটিনেই থাকে না, কারাে কারাে মায়া ভরা হাসিতেও থাকে!🖤🌸

 তুমুল ঝগড়ার পরও, তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারেনা, তার কাছে তুমি অনেক প্রিয়!❤️‍🩹💫

ভাবতে ভাবতে আমি তোরে চোখ বুজিয়া জড়িয়ে ধরি 🥀❤️ 

দিনশেষে এমন একজন থাকা খুব জরুরি! 

যার সাথে রাত জেগে সারাদিনের গল্প বলা যায়!😌💙

 বেশি ভালোবাসা দেখালেও প্রবলেম আবার না দেখলেও প্রবলেম!ufffff 🙂

নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়বে  দ্বিগুণ,  তবে না বুঝলে অবহেলা বেড়ে যাবে  বহু গুন!♥️ 

প্রেমিক-প্রেমিকা তো সবাই হয়,কোপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে আগলে রাখতে পারে ক'জন? 

প্রিয়, রাগের মাথায় কথা বলার ধরণটাই বদলায়, তোমার প্রতি ভালোবাসাটা নয়..!!♥️💫

 নিজের জন্য কিছু চাই না, সুধু ছোট বোনের জন্য একটা কিউট বৌদি  চাই!😌

তোমাকে যে ভুলে যাবো অতোটা নেই সাধ্য, আমিও তো বৃষ্টির মতো মেঘের কাছে বাধ্য 🖤🥀
 তুমি ছেড়ে যাবার আগে আমার নিঃশ্বাস বন্ধ হোক,,😌💙

যদি তুমি প্রথম দিনের মতো করে সারাজীবন ভালবাসতে!' 🖤😌🥀

ক্ষমা করতে না জানলে, ভালোবাসার অধিকার নেই। 

 অভিমান, ইগো সরিয়ে ভালোবাসতে পারলেই শেষ টা সুন্দর হয়!🌻🤍

ভালোবাসার মানুষটি কে আপন করে নেওয়ার  ভাগ্য সবার থাকে না 😌🌼 

একজন মনের মধ্যে গেঁথে গেলে, পরে আর অন্য কাউকে ভালো লাগা যায় না🥀 

গোলাপে কাঁটা,চাঁদেও দাগ অথচ শোভা আছে! 

সম্পর্কে ঝগড়া হাজার, বিশ্বাস'ই আঁকড়ে রাখে! 

ছেড়ে যাওয়ার যুগে, সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক,,☺️💙

তুমি আমার দূরে থাকা, ভিষণ কাছের মানুষ !🖤✨ 

ভালোবাসা সহজ, কিন্তু বিশেষ একজন কে ভালোবেসে যাওয়াটা খুব কঠিন!🖤 

কিছু ভালোবাসা বুঝিয়ে দেয় মিথ্যে না বরং দায়িত্ব নিয়ে ভালোবসে যায়...🌼❤️ 

মানুষ টা রে আমি ভিষণ রকম ভালোবাসি!🤗🖤 

Sad bengali caption

প্রিয়জনের সাথে মনো মালিন্য? সে আপনাকে কম গুরুপ্ত দিচ্ছে ! চিন্তা করবেন না  ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছু sad bengali caption ছবির সাথে শেয়ার করুন দেখবেন আপনার প্রতি তার গুরুপ বাড়বে।  Breakup হয়েছে, মনে খুব দুঃখ প্রকাশ করেত পারছেন না, আমাদের দেওয়া sad bengali caption ছবির সাথে শেয়ার করে মনের ভাব প্রকাশ করুন।

যাকে করেছি আপন সেই আমার থেকে করে প্রতিটি কথা গোপন ।।

পৃথিবীটা মিথ্যা মায়াতে ভরা,তাইতো আজও সে  অভিনয়ে সেরা ।।

তোমার ইচ্ছের মাঝে,আমার ইচ্ছেগুলো ফিকে হয়ে গেছে তাই ভুলেগেছি স্বপ্ন বুনতে আর শিখে গেছি বাস্তবকে সঙ্গী করে,জীবনে টিকে থাকতে ।।
আমার ভালোবাসার Marks তো যথেষ্টই ছিলোকিন্তু তোমার চাহিদার cut off মাত্রা ছাড়িয়ে গেলো 

চোখে নামে বৃষ্টিবুকে আসে ঝড়, তুমি তো আমারই ছিলে আজ যে কত পর।
একটা সময় পর মানুষ নিজের কাছেও একঘেয়ে হয়ে যায় তখন তার নিজেকেও দেওয়ার মতো কিছু থাকেনা আমরা এটাকেই বোধহয় একাকীত্ব বলি।।
খশলে তারা স্পর্শ জমাও নীরব রাতের কাছে মানুষ না থাক বুকের মাঝে শুন্যতাতো বাঁচে ।। 

মায়াতে জড়িয়ে মাঝ পথে হাত ছেড়ে দেওয়া আপন মানুষগুলো খুনির সমতুল্য ।।

 কারোর ওপর বেশি নির্ভরশীল হওয়া উচিত না নতুন মানুষ পেলে বেশির ভাগ মানুষই বদলে যায় ।।
কিছু টা সময় সবার থেকে নিজেকে একটু দূরে রাখো দেখবে কেউ মনে করার নেই ।।
তফাৎ আছে অভিমানেরওবুঝতে যদি পারতেদেখা হোক – বলবো তোমায়ফারাক কিসে আছে   
সদ্য পড়া ঝরা পাতাও একটু খোলা আকাশ চায় মেঘরৌদ্রের লুকোচুরি – মুক্তির স্লোগান মিশে যায় ।।  
ছেড়ে গেলে স্মৃতি হোকমোমের জীবন সর্বনাশীমন খারাপ ই স্থিতিস্থাপক,আজ স্মৃতির ওজন বড্ড বেশি   
দেখা হওয়ার ছিল এভাবেই সময়টা বদলে গেছে শুধুতুমি যাকে ‘শেষ’ আখ্যা দিলে আমি বললাম “শুরু” ।।  
গল্প বুনে জীবন জুড়েহারায় যারা ছলে…… পাখি না হলেও সে জনেদেরমানুষ পরিযায়ী বলে ।। 
আমার ইচ্ছেরা সুপ্ত সমর্পিত ইচ্ছেগুলো আজ লুপ্ত… দুঃখিত নয় তারা শুধু বিস্মৃত তারা অব্যবহারো ।।

 তোমার ইচ্ছের মাঝেআমার ইচ্ছেরা মৃত  
একাকীত্বের অলিগলিতে দাহ্যনিকোটিনের ধোয়াআলোকবর্ষ পেরিয়াও …… ভীষণকঠিন তোমার ছোঁয়া 
শিখলাম জীবনে কত কিছুই, কতই না রয়েছে দেখা, বাকি রয়েছে শুধুমাত্র অভিনয়টা শেখা।  

জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষটার বেশি প্রয়োজন

 যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখা তাহার অন্তরে তুমি নাই💔

বেলা শেষে মিথ্যে অভিনয়ে! কারো মুখে হাসি আবার কারো চোখের জল :)💔🌸 

কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক🌸

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন